মোবাইলের জন্য সেরা একটি English> বাংলা
ডিকশনারি! সিম্বিয়ান/জাভা/এন্ড্রয়েড বা টাচ/ নন টাচ যে কোন মোবাইলের জন্য!!
মোবাইল কিনার
পরেই একটা ভাল ডিকশনারি খুজতেছিলাম।
কিন্তু টাচ মোবাইলের জন্য তেমন ভাল কিছু পাচ্ছিলাম না। হঠাৎ করেই পেয়ে গেলাম এই ডিকশনারিটা। বলা যায় পুরা মনমতো পেয়েছি।
Bangla dictionary
নামের এই চমৎকার ডিকশনারিতে প্রায় ২১০০০+ শব্দ আছে। এমনকি সব শব্দের বাংলা উচ্চারণসহ বিস্তারিত অর্থ আছে। অন্য যে কোন ডিকশনারি থেকে
এটা যে সেরা তা একবার ব্যবহার করলেই
বুঝতে পারবেন।
ডিকশনারি ইন্সটল করার ধারাবাহিক পদ্ধতিঃ
ডিকশনারিটি ইন্সটল করতে ৩টি ধাপ অতিক্রম করতে হবে:-
প্রথম ধাপ:-
এখান থেকে jar ফাইলটি ডাউনলোড করুন। এবার ফাইল
টি
মেমরি কার্ডে রেখে jar ফাইলটি ওপেন করে ইন্সটল শুরু
করুন।
দ্বিতীয় ধাপ:-
আপনার কম্পিউটারে এখান থেকে জিপ
ফাইলটি ডাউনলোড করুন । ডাউনলোড
শেষ হলে ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করুন এবং নাম দিন BanglaDictionary । ডাউনলোড করা জিপ ফাইলটি আপনার তৈরিকৃত BanglaDictionar
নামক ফোল্ডারে
Extract করুন । তারপর আপনার মোবাইলের মেমরি কার্ডে ঐ ফোল্ডারটি কপি করুন।
(বি.দ্র: এই
ফোল্ডারটি কপি হতে ২০-২৫ মিনিট সময় নিবে, ততক্ষণ দয়া করে অপেক্ষা করুন)
কপি শেষ হলে মোবাইলে কপিকৃত "BanglaDictionar” নামক
ফোল্ডারের উপর Mouse Pointer রেখে
Right Button ক্লিক করে Properties
– এ ক্লিক
করুন। এবার যে ডায়ালগ বক্স আসবে সেটাতে Hidden নামক অপসনটি ঠিক র্মাক
দিয়ে Apply তে ক্লিক করুন। তারপর আরেকটি ডায়ালগ বক্স আসবে, সেটাতে Apply changes to this
folder, subfolders and files –এ অপসনটিতে ক্লিক করে Ok
করুন।
ফোল্ডারটি হাইড হতে কিছুক্ষণ সময় নিবে।
তৃতীয় ধাপ:-
এবার ইন্সটল হওয়া MainMIDLet
সফটটি ওপেন করুন।
এবার Options থেকে> settings এ যান
এবং Allow for this session সিলেক্ট করে > Yes –এ ক্লিক করুন।
আপনার মেমরিকার্ডের লেটার যদি E হয়
তাহলে Raw Data URL এ file:///E:/BanglaDictionary/ টাইপ করুন। তারপর সেভ করে কাজ শেষ করুন।
এবার সার্চ বক্সে আপনার কাংখিত শব্দ লিখে সার্চ করুন আর
দেখুন রেজাল্ট।
|